1. admin@swadhinbanglarsongbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের নান্দাইলে আজিতা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে তারাকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত ময়মনসিংহের চূড়খাই অগ্রণী মডেল স্কুলের উদ্যোগে ম ময়মনসিংহের ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন তারাকান্দা থানার ওসি টিপু সুলতান তারাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার কবি আইরিন আক্তারের লেখা কবিতা”ভাল নেই তুমি “ চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলের সভাপতি শহিদুল্লাহ শহীদ এর জন্মদিন আজ আইনজীবী সাইফুল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানিয়েছেন এড.কামাল হোসেন খান

ইসমত আরা আশা’কে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী

  • আপডেট সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৮২ বার পঠিত

মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।ভাষাসৈনিক মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক-সাবেক গণপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ইমান আলী এমপি’র কন্যা ইসমত আরা আশা’কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী।
ইসমত আরা আশা ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও ময়মনসিংহ জেলা মহিলা
আওয়ামীলীগের সদস্য। এছাড়া তিনি ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইমান আলী এমপি স্মৃতি পরিষদের সভাপতি, ময়মনসিংহ পৌরসভার সাবেক দুই দুইবারের কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। তিনি বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি প্রানের সংগঠন আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হয়ে জনসেবায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ট রাজনৈতিক সহচর ময়মনসিংহের বিশিষ্ট রাজনীতিবিদ,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,১৯৭০ এর সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে গণপরিষদ পরিষদ সদস্য (এমসিএ)নির্বাচিত হন।
ইসমত আরা’র মাতা মরহুমা শামসুন্নাহার বেগম ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসমত আরা আশা’র জেঠা অর্থাৎ ইমান আলী এমপি’র বড় ভাই মরহুম জানউল্যাহ সরকার ময়মনসিংহ জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বাধীনতার পরবর্তী সময়ের ময়মনসিংহ সদর আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।
ইসমত আরা আশা’র পিতা ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করেন।
তিনি ১৯৬৬ সনের ৬ দফা,১৯৬৯ সনের গণঅভ্যাত্থান সহ বিভিন্ন আন্দোলনে অংশগ্রহন করেন ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করে সাহসী ভূমিকা পালন করেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭২ সনের সংবিধান প্রনেতাদের মধ্যে অন্যতম সদস্য তিনি।এই স্বপ্নের সোনার বাংলাদেশ স্বাধীনের জন্য অনড় ছিলেন তিনি।
তিনি ১৯৫২ সনের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার জন্য আন্দোলন করে বাংলা ভাষাকে ছিনিয়ে এনেছেন।ময়মনসিংহ শহরে প্রথম শহীদ মিনার স্থাপনে সক্রিয় ভূমিকা পালন কারীর মধ্যে তিনি অন্যতম একজন।
জাতির জনক ও স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ছিলেন তিনি । ময়মনসিংহ জনপদের কিংবদন্তী, মহান স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও অকুতোভয় সাহসী সৈনিক, ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন কারীদের মধ্যে অন্যতম তিনি।
সাবেক সফল গণপরিষদ সদস্য, গুনি ব্যক্তিত্ব, একজন নীর্ভিক আদর্শ দেশপ্রেমিক , সফল ও বিচক্ষণ আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা, ময়মনসিংহ বাসীর একসময়ের প্রানের স্পন্ধন এডভোকেট ইমান আলী ।
অবিসংবাদিত এই নেতা ১৯৭৪ সনের ৩০ জুলাই রাজনৈতিক কারনে স্বাধীনতা বিরোধী কতিপয় কুচক্রীমহলের ষড়যন্ত্রের শিকার হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদরের শিকারীকান্দা নামক স্থানে আত্মায়ীদের গুলিতে
নির্মমভাবে শহীদ হন ।
পিতার মৃত্যুর পর অবর্ননীয় দুঃখ কষ্টের শিকার অসহায় এই পরিবারের সদস্য হিসেবে পিতা-মতা হারা এতিম ইসমত আরা আশা’কে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদ পেতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রতি মানবিক সুদৃষ্টি কামনা করছেন শহীদ ইমান আলীর পরিবার।
এই মহান নেতার প্রতি শ্রদ্ধা স্বরূপ তাহার সুযোগ্য কন্যা ইসমত আরা আশা’কে সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ময়মনসিংহবাসী প্রানের দাবী জানিয়েছেন।

(ইসমত আরা আশাঃ ০১৭১৪-৮৯৮৯৪৬)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Swadhin Banglar Songbad
Theme Customized By Shakil IT Park