মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কিশোর-কিশোরী ক্লাব ২নং বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
১৬ই ডিসেম্বর শুক্রবার বেলা ১২টায় মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাব কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে কবিতা আবৃত্তি,সঙ্গীত ও আলোচনা সভা এবং রেলি অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিশোর কিশোরী কেন্দ্রের আবৃত্তি শিক্ষক অর্চনা সরকার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
বিজয়ের এ মাসে শ্রদ্ধাবনত চিত্তে তিনি স্বরণ করেন স্বাধীন বাংলাদেশের রুপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তাছাড়া তিনি জাতীয় চার নেতা,শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরমুক্তি সেনা,ত্রিশ লাখ শহীদ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোনসহ মুক্তিকামী নাগরিকদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের স্বরণ করে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযোদ্ধের প্রতি উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার কল্যাণে কাজ করে যেতে সকলকে আহবান জানান। অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন,তারাকান্দা উপজেলা পরিষদের আগামী নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপার্থী হাসনা বেগম বেবি ,মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী কামরুন্নাহার,কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর সাদিয়া এহসান এমি প্রমুখ।
জানা যায়, উক্ত শিশু কিশোর কিশোর ক্লাবের মাধ্যমে আবৃত্তি,সঙ্গীত,কারাতি,শিশুদের শারীরিক- মানসিক বিষয়,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ,বয়ঃসন্ধি কালের বিভিন্ন বিষয়াদীসহ কিশোর কিশোরীদের জীবন বিকাশের প্রয়োজনীয় বিষয়ে শিক্ষা দেয়া হয়ে থাকে ।
Leave a Reply