মফিজ উদ্দিন তালুকদার।।ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলার নাম গাজীপুর। আর গাজীপুর জেলার ভূমি রেজিষ্ট্রেশনের জন্য অন্যতম সাব-রেজিষ্ট্রি অফিস হলো গাজীপুর সদর কমপ্লেক্স সাব-রেজিস্ট্রি অফিস।
উক্ত অফিসের দায়িত্ব ও কর্তব্য পরায়ণ একজন সিনিয়র দলিল লেখকের নাম মোঃ মাহবুবর রহমান সরকার।গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের জোলার পাড় এলাকার আব্দুল কাদের এর পুত্র মোঃ মাহবুবর রহমান। গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস কমপ্লেক্সের ৪৫১ নং সনদধারী একজন দলিল লেখক তিনি।
জানা গেছে,মাহবুবুর রহমান একজন দলিল লেখক হিসেবে গাজীপুর সদর অফিসসহ অত্র এলাকায় বেশ পরিচিত ও জনপ্রিয়।বাংলাদেশের বিভিন্ন সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ গাজীপুর সদরের দলিল লেখক মাহবুবুর রহমানকে একজন সাদামনের দলিল লেখক হিসেবে চিনে। বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতাদের সাথেও তার একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রকৃত পক্ষে একজন আদর্শ দলিল লেখক হিসেবে দলিল লেখক নেতাদের সাথে ভালো সম্পর্ক থাকাটাই যুক্তিক।
ব্যক্তি জীবনে তিনি খবই সুন্দর মনের একজন মানুষ। সাব-রেজিস্ট্রি অফিসে আগত সেবা প্রত্যাশীদের মধ্যে কয়েকজন জানান, মাহবুবুর রহমান দলিল লেখক হিসেবে আমাদের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করে থাকেন। দলিল লেখক মাহবুবুর রহমান বলেন, ভূমি রেজিষ্ট্রেশন করতে আসা আগত সেবা প্রত্যাশী দাতা-গ্রহীতাগণকে আমি সৌজন্যমুলক আচরণের মাধ্যমে সেবা দিয়ে থাকি।সরকারের রাজস্ব সঠিকভাবে আদায় ও জনগণের দলিল রেজিষ্ট্রেশনে সেবা দেওয়ায় আমার দায়িত্ব ও কর্তব্য।
Leave a Reply