মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।। ১৯৭৫ সনের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যরা ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন। তাই স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে প্রতি বছর এদেশের জনগণ যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন।
১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ সার্কিট হাউস প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান ময়মনসিংহ -২ (ফুলপুর -তারাকান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি।
এসময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন। এছাড়া ঐদিন ময়মনসিংহের বিভিন্ন এলাকার শোক দিবস কর্মসূচিতে অংশ গ্রহণ করেন তিনি।
Leave a Reply