তুমি হইলা কবি
কবি~গণপতি আদিত্য
।।
আমিই বলি আধেক কথা
আধেক আঁকি ছবি,
কীসের তুমি লেখক হইলা
কীসের তুমি কবি!
আমার কথা চুরি কইরা
কতো তোমার নাম,
মনে কথা আসার আগেই
সারো কথার কাম!
জ্যৈষ্ঠ মাসে পাঁজি দেইখা
সঙ্গী করি ছাতা,
আষাঢ় বুঝি তোমায় এসে
ভিজিয়ে দেয় মাথা!
নদীতে নেই জলের ফোঁটা
আমায় করো মীন,
পরিযায়ী না হয় হলাম
তোমার বুকে লীন!
আমি ফুটি কৃষ্ণচূড়ায়
তুমি রাধার চূড়া,
কতো রঙে রাঙাই তোমায়
কবি,বর্ণচোরা!
কথার পাকে হারাই কথা
পাইনা কোনো খেই,
কবিতা যে বড্ড আড়াল
আমি কোথাও নেই!
আমার হাসি তোমার মুখে
দেখে অবাক হই,
কান্নাগুলো বুকে রেখে
কেবল জেগে রই!
তোমার কথার চাইল বুঝি না
কাব্য না কি খেলা !
হৃদয় পুড়ে,হৃদয় ফুরায়
ভাঙে হৃদয় মেলা।
(ডাঃ গণপতি আদিত্যের লেখা কবিতাটি সংগ্রহ করে দৈনিক স্বাধীন বাংলার সংবাদ পত্রিকায় প্রকাশ করেছেন সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার -০১৭২৯৪১৪৪৯১ তারিখ-১৫/০৬/২০২৪ )
Leave a Reply