1. admin@swadhinbanglarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের নান্দাইলে আজিতা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে তারাকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত ময়মনসিংহের চূড়খাই অগ্রণী মডেল স্কুলের উদ্যোগে ম ময়মনসিংহের ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন তারাকান্দা থানার ওসি টিপু সুলতান তারাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার কবি আইরিন আক্তারের লেখা কবিতা”ভাল নেই তুমি “ চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলের সভাপতি শহিদুল্লাহ শহীদ এর জন্মদিন আজ আইনজীবী সাইফুল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানিয়েছেন এড.কামাল হোসেন খান

তারাকান্দায় বিরোধপুর্ণ ভূমিতে কাজে বাঁধা দেয়ায় শিশুসহ ৭ নারীকে পিঠিয়ে জখম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

মফিজ উদ্দিন তালুকদার(তারাকান্দা)।।
ময়মনসিংহের তারাকান্দায় বিরোধপূর্ণ ভূমিতে আদালতের নির্দেশ অমান্য করে কাজ করায় বাঁধা দেয়ায় শিশুসহ ৭নারীকে পিঠিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
জানা যায়,তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা সদর ইউনিয়নের বকশীমূল গ্রামের এবাদুল মিয়ার সাথে আনিছ মিয়া সরকারের দীঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসিতেছে। উক্ত ভূমি নিয়ে এবাদুল হক বিজ্ঞ আদালতে দণ্ডবিধির ১৪৪ ধারা মামলা দায়ের করে, যাহা আদালতে বিচারাধীন আছে।
এমতাবস্থায় গত মঙ্গলবার ১৬ ই মে সকালে এবাদুল তার লোকজন নিয়ে বিরোধ পূর্ণ জমিতে মাটি খনন করে। পরে আনিস মিয়া উক্ত কাজে বাঁধা নিষেধ করিলে, এবাদুল গংরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে খুন জখমের হুমকি দিয়ে আনিছ মিয়াকে তাড়া করে।
আনিস মিয়া জানান,সে বিবাদীদের তাড়া খেয়ে প্রাণ ভয়ে বসতবাড়ির বাহির উঠানে পৌঁছামাত্রই সকল বিবাদীগণ ঘেরাও করিয়া মারধোর করে এবং গলায় চাপিয়ে ধরিয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে।
সেই সময় তার স্ত্রী সুমি আক্তার (৩০), মা আমেনা খাতুন( ৫৫), তার শিশু পুত্র শুভ(৮),বোন খুকি আক্তার (২৮) ও মুনমুন (২৫) বিবাদীদের কবল থেকে উদ্ধার করতে আসিলে, প্রতিপক্ষরা রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম ও শ্লীলতাহানি করে।
জখমি আনিছ মিয়া,সুমি আক্তার, আমেনা খাতুন, শুভ,খুকি ও মুনমুনকে স্থানীয়রা উদ্ধার করে ফুলপুর হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে আনিছ মিয়া বাদী হয়ে এবাদুল মিয়াসহ ১২ জনের বিরুদ্ধে ঐদিন মঙ্গলবার (১৬ই মে) তারাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,অভিযোগ পেয়েছি। এব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Swadhin Banglar Songbad
Theme Customized By Shakil IT Park