মফিজ উদ্দিন তালুকদার(তারাকান্দা)।।
ময়মনসিংহের তারাকান্দায় জমাজমির বিরোধের জেরে ভাগ্নের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে কামারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন(৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
নিহত নূরুল আমিন উপজেলার কামারগাঁও ইউনিয়নের মোঃ জাবেদ আলীর ছেলে।
ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরুল আমিনের মৃত্যু হয়েছে।
জানা গেছে ,গত ১১ই মার্চ নূরুল আমিন ও বোন আম্বিয়া খাতুনের সাথে চলাচলের রাস্তা নিয়ে কথার কাটাকাটি শুরু হয়। এই নিয়ে ভাগ্নে আশিক মিয়া (২৫) উত্তেজিত হয়ে মামা নুরুল আমিন কে লাঠি দিয়ে এলোপাথারি পিটাইয়া গুরুতর আহত করে।
গুরুতর আহত নুরুল আমিন কে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নূরুল আমিনের অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকৎসক ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে রেফার্ড করেন ।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ মার্চ) সকালে নূরুল আমিন মৃত্যু হয়।
Leave a Reply