মফিজ উদ্দিন তালুকদার(তারাকান্দা)।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখা ইউনিয়নের দলিল লেখকদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বালিখা ইউনিয়নের পাগুলী গ্রামের কৃতীসন্তান তারাকান্দা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক সরকারের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
১৬ই এপ্রিল(মঙ্গলবার)বালিখা বাজারে বালিখা ইউনিয়নের কৃতীসন্তান ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দলিল লেখকদের উক্ত মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তারাকান্দা দলিল লেখক সমিতির সভাপতি বিল্লাল হোসাইন সরকার।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বালিখা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।
প্রধান অতিথি বিল্লাল হোসাইন সরকার তার বক্তব্যে বলেন,পুনর্মিলনী অনুষ্ঠানে মেলাবন্ধন রচিত হয়। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।
বালিখা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে তাঁর বক্তব্যে বলেন, বালিখা ইউনিয়নের দলিল লেখকদের আয়োজনে ঈদ পুনর্মিলনীতে অংশ গ্রহণ করতে পেরে আমি আনন্দিত।উক্ত আয়োজনে আমাকে আমন্ত্রণ করায় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।
এ সময় তিনি আরো বলেন,আপনারা দলিল লেখক আমাদের একে অপরের সহায়ক। আপনারা সমাজের বিবেক। গ্রামীণ সমাজে ভূমি সংক্রান্ত বিরোধ মিমাংসায় আপনারা নিজেদের বিবেক বুদ্ধি প্রয়োগ করে সমাজের ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে আপনারা অপরিসীম ভূমিকা পালন করে থাকেন।
তিনি আরো বলেন,আপনারা সঠিক কাগজ পত্র ও খাজনাদি যাচাই করে ভূমি রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পাদনে জনগণকে সহযোগিতা করবেন,তাহলে জনগণ সহজেই উক্ত রেজিষ্ট্রেশন দলিল মূলে ভূমি নামজারী করতে পারবে। আপনাদের সহযোগিতা পেলে তারা হয়রানি থেকে মুক্তি পাবেন। পাশাপাশি আপনারা আমাকে সহযোগিতা করবেন,যাতে সেবা প্রত্যাশী জনগণকে সঠিকভাবে সেবা দিতে পারি।
এ সময় সকল দলিল লেখকগণ জনগণের কল্যাণে পাশে থেকে ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে সহযোগিতার আশ্বাস দেন।
ঈদ পরবর্তী দলিল লেখকদের মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে বালিখা বাজার প্রাঙ্গন। দলিল লেখকদের এই পুনর্মিলনী মেতে উঠেছিলো আনন্দে। স্মৃতি হিসেবে রেখে দিতে ক্যামেরাবন্দী করে ছবি রাখতে ছিল অনেক কসরত। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে সহকর্মীদের বন্ধুত্বের গভীর বন্ধন তৈরি হয়। সব ভেদাভেদ ভুলে সবাই একই ফ্রেমে মিলিত হন।
বালিখা ইউনিয়নের অন্যান্য দলিল লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রী মঙ্গল চন্দ্র সরকার,নুরুল আমীন সরকার,হাফিজুল ইসলাম সরকার, মোখলেছুর রহমান হক সরকার,আজিজুল হক সরকার(পাগুলি),আকরাম হোসেন সরকার,আজিজুল হক সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির অর্থবিষয়ক সম্পাদক এবং তারাকান্দা দলিল লেখক সমিতির নেতা মোঃ মফিজ উদ্দিন তালুকদার,মোঃ সাইদুল হক চকদার, দআলমগীর হোসেন সরকার,মফিদুল ইসলাম সরকার,হুমায়ুন কবির প্রমুখ।
দলিল নেতা মফিজ উদ্দিন তালুকদার তার বক্তব্যে বলেন,আনন্দ-উচ্ছ্বাসে ঈদ পুনর্মিলনী প্রাণবন্ত হয়েছে ।এ যেন মিলন ও ঐক্যমন্ত্রের বহির্প্রকাশ।যা চিরকাল স্মৃতি হয়ে থাকবে।
সিনিয়র দলিল নুর মোহাম্মদ বাচ্চু সরকারের পরিচালনায় সার্বিক সহযোগীতা ছিলেন,বালিখা ইউনিয়নের সকল দলিল লেখকবৃন্দ।
ঈদ পরবর্তী মিলন মেলা শেষে খাবারের আয়োজন করা হয় ।
Leave a Reply