মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন দুলাল হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়,২০১১ সালের ১৫ জুন রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন দুলালকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১৮ জুন ২০১১ তারিখে তারাকান্দা থানায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ২০১২ সনের ২৯ শে জানুয়ারী আদালতে চার্জশিট প্রদান করেন।
Leave a Reply