মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।।ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শাহিদা ফরাজি ও শ্রেষ্ঠ কাব শিক্ষক খোকন মিয়া নির্বাচিত হয়েছেন।গত ২১ শে সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক/২০২২ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরুষ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিলা ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং শ্রেষ্ঠ কাব শিক্ষককের নাম ঘোষণা করা হয়।এসময় উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে শাহিদা ফরাজী ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে খোকন মিয়ার নাম প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, সহসভাপতি মেজবাউল আলম চৌধুরী রুবেল, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের সোহেল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম প্রমুখ। জানা গেছে, শাহিদা ফরাজী তারাকান্দা উপজেলার মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং খোকন মিয়া আশ্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শাহিদা ফরাজী শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও খোকন মিয়া শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মফিজ উদ্দিন সরকার।
Leave a Reply