ময়মনসিংহ প্রতিনিধি।।নবনিযুক্ত মহাপরিদর্শক নিবন্ধন কর্মকর্তা(আইজিআর)’কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য ও ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার।
জানা গেছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ বিচার শাখা-৩ গত ৯ই মে বৃহস্পতিবার
১০.০০.০০০০.১২৭.১৯.০০১.২৪.৩২১ নং স্মারক মোতাবেক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য-মোঃ আল মামুন’কে বর্তমান কর্মস্থল বিচারক(জেলা ও দায়রা জজ),নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬,ঢাকা
হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত
মহাপরিদর্শক,নিবন্ধন,নিবন্ধন অধিদপ্তর,ঢাকা (প্রেষণে) কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।
আইজিআর অফিসে নিয়োগপ্রাপ্ত বিচারক মোঃ আল মামুন-কে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭, ঢাকা এর বিচারকের নিকট আগামী ১৪/০৫/২০২৪ তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতির আদেশক্রমে,উপসচিব(প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার।
বর্তমানে আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন
সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া।
আইজিআর হিসেবে মোঃ আল মামুন যোগদান করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি উনার কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন দলিল লেখক পরিবারের সন্তান ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখক নেতা মফিজ উদ্দিন তালুকদার।
Leave a Reply