মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।
ময়মনসিংহ সদরের চূড়খাই নাজিরাবাদ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার চূড়খাই বাজার নাজিরাবাদ স্কুল এন্ড কলেজের এসএসসি-২০২৪ সনের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে স্কুল হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোঃ আঃ মুকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছাত্তার সোহেল।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন,এই বিদায় আসলে সাময়িক একটি বিদায়। আমরা একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি কিন্তু আমরা নিশ্চয়ই পূর্ণদ্যমে একে অপরের পাশে থেকে আগামীর যে স্বপ্ন, সুখী সমৃদ্ধ সমাজ গড়বো এটি আমাদের সকলের প্রত্যাশা।
আর তোমাদের এই বন্ধুত্ব,ভাতৃত্ববোধ এটি নিশ্চয়ই আমৃত্যু বজায় থাকবে। এসএসসি পরীক্ষার পর হয়তোবা অনেকে অনেক কলেজে তোমরা পরবর্তী পড়ালেখা চালিয়ে যাবে। স্কুলের লেখাপড়া শেষ করে উচ্চ ডিগ্রি নিয়ে দেশ-বিদেশে কর্ম করে দেশের সুনাম অর্জন করবে। আমি তোমাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এছাড়াও আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা-শিক্ষার্থী প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পাঠ করা হয়।
Leave a Reply