মফিজ উদ্দিন তালুকদার।। ময়মনসিংহ জেলার নান্দাইল সাবরেজিষ্ট্রী অফিস ও দলিল লেখক সমিতির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।উক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় নান্দাইল সাবরেজিষ্ট্রি অফিসের সাবরেজিষ্ট্রার ও বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম-সাংগঠনিক মোঃ ওমর ফারুক পলাশ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে গুরুত্বপুর্ণ আলোচনা করেন।এছাড়া বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন খান,সাধারণ সম্পাদক হাজী এনামুল হক সরকার, দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার, অফিস সহকারী চন্দনা রানী পন্ডিত , এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সিনিয়র সহসভাপতি আবুল হাসেম, স্থায়ী মোহরার জিন্নত পলাশী,দোলেনা আক্তার, টিসি মোহরার নাছিমা আক্তার লাকী,নকল নবীশ মোবারক,মোজাহিদুল ইসলাম,আসাদুজ্জামান সুমন,মাসুদ মিয়া,শরীফা আক্তার, ই-রেজিষ্ট্রেশন কর্মচারী হুমায়ুন কবির প্রমুখ। সাবরেজিষ্ট্রার মহোদয়ের নেতৃত্বে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯টায় নান্দাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় ।পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পাঠ করা হয়।
Leave a Reply