মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।ময়মনসিংহ শহরের চিকিৎসা সেবার প্রাণ কেন্দ্র নামে পরিচিত চড়পাড়া।আর এই চড়পাড়া মোড়ের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব পার্শ্বে ৬৮/বি,বাঘমারা রোড,ময়মনসিংহে স্থাপিত নিউ মেডিপ্লাস হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার(প্রাঃ)।
উক্ত নিউ মেডিপ্লাস হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার (প্রাঃ)এর একজন ব্যবস্থাপনা পরিচালকের নাম মো:মিলন ফকির। প্রতিনিয়ত হাসপাতালে আগত অসুস্থ্য রোগীদের তিনি চিকিৎসা সেবায় সহযোগিতা করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
উক্ত হাসপাতালে সবধরনের জেনারেল ও শিশু সার্জারী ল্যাপারোস্কোপি(পেট না কেটে পিত্তথলি ও পিত্তপাথরের অপসারণ),অর্থোপেডিক্স সার্জারী,গাইনি এন্ড অবস্টেট্রিক্স সার্জারী,নাক-কান-গলা সার্জারী,নরমাল ডেলিভারির সুব্যবস্থা করা হয়ে থাকে।
ডায়াগনোস্টিক সেবাসমুহ হলো,ডিজিটাল এক্স-রে,কালার ড্রপলার অল্ট্রাসনোগ্রাম,কালার ড্রপলার ইকোকার্ডিওগ্রাম, এলাইজার রিডার (হরমোন টেস্ট),সেল কাউন্টার, ইলেক্ট্রোলাইট,ই.সি.জি,ভিডিও এন্ট্রোসকপি,বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার,সকল প্রকার অপারেশন ও নিখুঁতভাবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয়।
মিলন ফকির বলেন,উত্তম ও উন্নত স্বাস্থ্য সেবায় এই হাসপাতালের অঙ্গিকার।
গত ২রা সেপ্টেম্বর শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়মনসিংহ সদরের চূড়খাই বাজার তরু ছাঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি কাজী গোলাম মাওলা তোফায়েল ও তার সংগঠনের কয়েকজন চিকিৎসা সেবা নিচ্ছেন উক্ত হাসপাতালে। এসময় তরু ছাঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ হোসেন এর সাথে কথা বলে জানা গেছে,আরিফ নিজেই উক্ত হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।
নিউ মেডিপ্লাস হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার (প্রাঃ) এর চিকিৎসার মান ভালো এমনটাই জানিয়েছেন আরিফ সহ চিকিৎসা সেবা নিতে আসা জনগণ।
এসময় নিউ মেডিপ্লাস হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার (প্রাঃ) এর ব্যবস্থাপনা পরিচালক মিলন ফকির “তরু ছাঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন ” এর পরিবারের সদস্যদের স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
এছাড়া বিভিন্ন অসহায় হতদরিদ্র রোগীদের নাম মাত্র খরচে চিকিৎসা প্রদান করার আশ্বাস দেন মো:মিলন মিয়া ফকির।
Leave a Reply