নেত্রকোণা প্রতিনিধি।।
নেত্রকোণার বারহাট্টায় স্কুল থেকে ফেরার পথে খুন হল দশম শ্রেণির ছাত্রী মুক্তি রাণী বর্মন। দুর্বৃত্তের আকস্মিক হামলায় স্কুলছাত্রীর এমন মৃত্যুতে স্তব্ধ ও বাকরুদ্ধ পরিবারসহ এলাকাবাসী।
২ মে মঙ্গলবার বিকাল ৩টার দিকে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিফুরা উচ্চ বিদ্যালয় থেকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাওছার নামের এক বখাটে মুক্তি রানীর পথ আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় সাথে থাকা দুই সহপাঠী চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এগিয়ে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তার অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয় । ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুক্তি রানী উপজেলার প্রেমনগর গ্রামের নিখিল বর্মনের মেয়ে।
মুক্তির সহপাঠীরা জানায়, কাওছার প্রায়ই মুক্তির ছোট বোনকে উত্যক্ত করতো। ছোটবোন উত্যক্তের ঘটনা মুক্তির কাছে জানিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে সে পরিবারের সদস্য হিসেবে মুক্তি রানীর ওপর এই আক্রমণের ঘটনা ঘটে ।
অবশেষে ডিবি পুলিশের সহায়তায় খুনীকে গ্ৰেফতার করা হয়েছে।
Leave a Reply