কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধিঃ
শুক্রবার(৮মার্চ) বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কলমাকান্দা খারনৈ ইউনিয়নের বাউশাম গ্রামের কামরুজ্জামান(৪৫) নামে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,নয়ানগর গ্রামের প্রতিপক্ষ আবুলের ছেলে ভাতিজারা বেশ কয়েকদিন ধরে বাউশাম বাজারে গরুর ব্যবসা করে আসছিল। শুক্রবার বিকেল ৫ টায় নিহত কামরুজ্জামানের সাথে আবুলের ছেলে ভাতিজারা নানা সুতোয় বাগ্বিতণ্ডায় জড়ায়,এক পর্যায়ে মারামারি শুরু,গুরুতর জখম করে ফেলে রেখে যায় কামরুজ্জামানকে,পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নিহত কামরুজ্জামানের বড় ছেলে জানায়,আবুলের ছেলে শাহীন ও তার ভাইয়েরা আমার বাবাকে একা পেয়ে মারতেছিল,আমি ফিরাতে গেলে ওরা আমাকেও মেরে রক্তাক্ত করে। আমি আমার বাবাকে বাঁচাতে পারলাম না।
উল্লেখ্য, ২০২১ সালে ২৬ শে মে বুধবার বিকাল তিনটার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে নয়ানগর গ্রামের খোরশেদ মিয়ায় ছেলে বাঁশ ব্যবসায়ী কাদির মিয়া (৪৫) কে নিহত কামরুজ্জামানের ভাইয়েরা টেটাবিদ্ধ করে হত্যা করেছিল। তারই জের ধরে প্রতিপক্ষের হামলায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফল হক জানান,আমরা খবর পেয়েছি,ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ মর্গে প্রেরণ করেছি,মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply