মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।ময়মনসিংহ সদরের চূড়খাই বাজারস্থ পনঘাগড়া অগ্রণী মডেল স্কুলের আয়োজনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২রা মার্চ ২০২৪ (শনিবার) অগ্রনী মডেল স্কুলের আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল্লাহ শহীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের আসন গ্রহণের পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
তারপর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাহিন মুনকার রোহান।
ক্রিড়া প্রতিযোগিতা পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম।
তানজিন জাহান তারিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকোট রফিকুল ইসলাম আকন্দ, সিজান মাহমুদ বিল্লাল,আঃ মোতালেব ফকির, মুত্তাকিনুর রহমান সুমন প্রমুখসহ শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ।
পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি শহিদুল্লাহ শহীদ ।
Leave a Reply