সেলিনা কবির।।
নেত্রকোনা-৫(পূর্বধলা)আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ৫ বারের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
এ আসনে ৩ বারের সংসদ সদস্য বীরপ্রতীক ওয়ারেসাত হোসেন বেলাল এবার দলীয় মনোনয়ন ফরমই কিনেননি।
আহমদ হোসেন মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীরা রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন।
আহমদ হোসেন তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন স্যার এ. এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগে ৩ বার সহসম্পাদক ও চলতি মেয়াদসহ ৫ বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।
দীর্ঘ দিন ধরেই তিনি নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দাবি করে আসছিলেন। তার স্ত্রী জাকিয়া পারভীন মনি একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।
অপরদিকে বর্তমান সংসদ সদস্য বীরপ্রতীক ওয়ারেসাত হোসেন বেলাল অসুস্থ থাকায় তিনি এবার মনোনয়ন চাননি। তবে তার সহোদর বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
Leave a Reply