ময়মনসিংহ প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে ফুলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মির্জা কামরুজ্জামান বাদী হয়ে গত ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে আলমগীর কবির উজ্জল খান,রাজিব মিয়া সহ ২/৩ জনকে অজ্ঞাত অভিযুক্ত করে ফুলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ এবং বাদী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তরা ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতি কার্যালয়ে প্রবেশ করে সভাপতি মির্জা কামরুজ্জামান এর নিকট ২,০০,০০০/-টাকা চাঁদা চায়। তখন সভাপতি চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদীগন উচ্চ সুরে গালিগালাজ করে এবং তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে সমিতির অফিস কক্ষ হতে চলে যায়। পরক্ষনেই তারা শুনতে পেল সাব-রেজিষ্ট্রার সাহেবের রুমে গিয়ে উনার সাথে খারাপ আচার আচরন করে চলে যায়।
উল্লেখ্য অভিযুক্ত আলমগীর কবির উজ্জল খান এর নামে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি রয়েছে যার নং ২৫৯৫। তার নামে বিভিন্ন সময়ে চাঁদাবাজির একাধিক অভিযোগ ও রয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিস এর সাব রেজিস্ট্রার ওমর ফারুক জানান,অভিযুক্ত আলমগীর কবির উজ্জল খান দলিল লেখক সমিতির অফিসে হাজির হয়ে নিজেদের দৈনিক জনকণ্ঠ পত্রিকা এবং আনন্দ টিভির সাংবাদিক পরিচয়ে প্রথমে দলিল লেখক সমিতির সভাপতির কাছে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা সমিতির সভাপতি কে গালি-গালাজ করার পর আমার কার্যালয়ে হাজির হয়ে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে।
এ ব্যাপারে ফুলবাড়িয়া দলিল লেখক সমিতির সভাপতি মির্জা কামরুজ্জামান বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে অভিযুক্তরা তাদের মারধোর এবং ক্যামেরা ছিনতাই এর পাল্টা মিথ্যা অভিযোগ দায়ের করেন।
উজ্জ্বল খান ও রাজিব মিয়ার সঠিক বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগী দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
Leave a Reply