মফিজ উদ্দিন তালুকদার।। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ই মার্চ (শনিবার) ঢাকার কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন ন্যাপের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব প্রাপ্ত কার্যকরী সভাপতি জননেত্রী আইভি আহমেদ। উক্ত সম্মেলনে ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্ধ উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ সাম্যবাদী দল এর সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী কমরেড দিলিপ বড়ুয়া,ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড আনিসুর রহমান মল্লিক,তরিকত ফেডারেশন এর যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ আলী ফারুকী,ন্যাপ প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি এডভোকেট লুৎফুর রহমান,জাতীয় পার্টি- জেপি এর সাংগঠনিক সম্পাদক খায়ের সিদ্দিকী,বাসদ এর আহবায়ক রেজাউল রসিদ,গণতন্ত্র পার্টির নেতা ডাঃ শাহাদাৎ হোসেন প্রমুখ। উক্ত সম্মেলনে ন্যাপ নেতাদের দাবী ছিলো-বিদ্যুৎ, গ্যাস,তেল,চাল,ডাল,আটাসহ নিত্য পন্যের মূল্য কমানো।মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করণ,জনজীবনের নিরাপত্তা দেয়ার। গ্রাম ও শহরে রেশনিং ব্যবস্থা এবং ন্যায্য মূল্যের দোকান চালু করণ।দূর্নীতি, বেকারত্ব, বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করণ।মুক্তিযোদ্ধের চেতনায় স্বতন্ত্র ধারার রাজনীতির গণজাগরণ চান তারা। উক্ত সম্মেলনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি( ন্যাপ) সভাপতি নির্বাচিত হন আইভি আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আলী ফারুক। উক্ত সম্মেলনে বাংলাদেশের সকল জেলা ও উপজেলার ন্যাপ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
Leave a Reply