মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।।
ময়মনসিংহ জেলাধীন তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ দীর্ঘদিন যাবত অনুপস্থিত রয়েছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে জটিলতা তৈরি হওয়ায় প্যানেল চেয়ারম্যানগণও কাজ না করায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে,যার ফলে উক্ত ইউনিয়নসমূহের নাগরিকগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জনগণের ভোগান্তি দূর করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের স্থানীয় সরকার শাখার স্মারক নং-০৫.৪৫.৬১০০.০১৫.৫৭.১০৯.২৪-৬৫৩ এর আদেশ মোতাবেক গত ১০ই নভেম্বর/২৪ তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসক মুহিদুল আলম স্বাক্ষরিত- স্থানীয় সরকার বিভাগ, ইউপি-০১ শাখা এর ১৯/০৮/২০২৪ তারিখের ৬৮৪ নং পরিপত্রের আলোকে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ধারা ১০১ ও ১০২ প্রয়োগপূর্বক তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। ১০টি ইউনিয়নের মধ্যে ২নং বানিহালা ইউনিয়ন পরিষদ অন্যতম একটি ইউনিয়ন।
আর সেই ইউনিয়নে জনস্বার্থে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা হিসেবে দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজ ত্বরান্বিত করার জন্য তারাকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার এর উপর দায়িত্ব অর্পন করা হয়।
দায়িত্ব ও কর্তব্য পালনের উদ্দেশ্যে গত ১২ই নভেম্বর (মঙ্গলবার) ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ, ইউডিসি পরিচালক ও সকল ইউপি সদস্যের উপস্থিতিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা অসীম সরকারের দ্বারা জনগণ সঠিক সেবা পাবে,এমনটাই আশা করছেন বানিহালা ইউনিয়নবাসী।
Leave a Reply