মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,শিখব মোরা হেসে খেলে স্কুলে যাব দলে দলে-এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি সোমবার ও ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯৩ নং ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরজাহান খানমের আমন্ত্রণে ও ময়মনসিংহ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ ছাত্তার সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল,ভাবখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ নাজমুন্নাহার, সহসভাপতি ইব্রাহিম খলিল( হাবিব),ভাবখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন।
অনুষ্ঠান সূচী অনুযায়ী সভাপতির আসন গ্রহণের পর
আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন।
অতিথিদের ব্যাজ পরিধানের পর পবিত্র কোরআান থেকে তেলাওয়াতের পর অনুষ্ঠান শুরু হয়।
সভাপতির স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি কর্তৃক পতাকা উত্তোলন ও উদ্ভোধনী ঘোষণা করা হয় ।
তারপর প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু করা হয়। ক্রীড়া পরিচালনায় ছিলেন,শাহানাজ বেগম,সহকারী শিক্ষক,-ভাবখালী উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মোঃ নূর হাবীব সহ.শি.-নেহালিয়াকান্দা সঃপ্রাঃ বিদ্যালয়, মোঃ জাকির হোসেন সহ শি.ফুলপুর স.প্রা.বিদ্যালয়, মাহবুবুল আলম,সহ,শি-চুরখাই স.প্রা.বিদ্যালয়,মোঃ আসাদ সহ.শি,- নারায়নপুর স.প্রা.বিদ্যালয়।
মুশরাত মাহজাবীন সহ.শি.-বড় বিলারপাড় পশ্চিম পাড়া স.প্রা.বিদ্যালয়।মোঃদেলোয়ার হোসেন সহ,শি,ভাবখালী স.প্রা.বিদ্যালয়,আজহারুল ইসলাম সহ শি.-চুরখাই স.প্রা. বিদ্যালয় (সিডা)’মোঃ খালিদ হাসান সহ.শি, বড়বিলার পাড় স.প্রা.)বিদ্যালয়,মোঃ মোশারফ হোসেন-
সহ.শি.-পণঘাগড়া স.প্রা.বিদ্যালয়।
অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে দায়িত্বে ছিলেন,
নিলুফার রহমান,আরিফা সুলতানা প্রধান শিক্ষক- ভাবখালী উত্তরপাড়া সঃপ্রাঃবিঃ,সালমা আক্তার প্রধান শিক্ষক-উনাইর পাড় সঃপ্রাঃ বিদ্যালয়,
সহ.শি.ফুলপুর সঃপ্রাঃ বিদ্যালয়,কৃষ্ণা কাবেরী মজুমদার সহ.শি.- রামগঞ্জ সঃপ্রাঃ বিদ্যালয়।
মাঠ সজ্জায় দায়িত্বে ছিলেন,দেলোয়ার হোসেন,মোশারফ হোসেন, আসাদ, রাজিব পন্ডিত,জাকির হোসেন, মাহবুবুর রহমান, আজহারুল ইসলাম, নূর হাবিব, সহকারি শিক্ষক এবং ক্লাস্টারের সকল দপ্তরী।
অভ্যর্থনায়:নূরজাহান খানম, প্র.শি-ভাবখালী স.প্রা. বিদ্যালয়। নাজমুন নাহার মুর্শিদা,প্র.শি-পণঘাগড়া স.প্রা. বিদ্যালয়। নিলুফার রহমান, প্র.শি-ভাবখালী উত্তরপাড়া স.প্রা. বিদ্যালয়।শ্যামল কুমার ঘোষ,প্র.শি.- বড়বিলারপাড় স.প্রা. বিদ্যালয়’রুহুল আমিন,প্র.শি.- বড়বিলারপাড় পশ্চিমপাড়া স.প্রা.বিদ্যালয়’আনোয়ারা আক্তার,প্রধান শিক্ষক -রামগঞ্জ স.প্রা. বিদ্যালয়।
ফলাফল সংরক্ষণে:সুরাইয়া বেগম, প্র.শি- নারায়নপুর স.প্রা.বিদ্যালয়। নাদিরা আলম, প্র.শি.-ভাবখালী নারায়নপুর স.প্রা. বিদ্যালয়’তাসলিমা জেসমীন,প্র.শি.- ফুলপুর স.প্রা. বিদ্যালয়। রাফিয়া আক্তার,সহ.শি, -রামগঞ্জ স.প্রা. বিদ্যালয়। তনু রানী রায়,সহ.শি. চুড়খাই স.প্রা.বিদ্যালয় (সিডা)।
পুরস্কার তত্ত্বাবধানে:তপতী সেনগুপ্ত,স.শি.-ভাবখালী, স.প্রা.বিদ্যালয়,বিউটি রানী দাস,স.শি,-উনাইরপাড় স.প্রা.বিদ্যালয়।
উপস্থাপনায় ছিলেন,আশরাফুন্নাহার লাকী, সহ.শি. রামগঞ্জ স.প্রা.বিদ্যালয়।
মাহমুদা খাতুন মুক্তা,সহ,শি.-বড়বিলারপাড় স.প্রা. বিদ্যালয়। শাহ মুহাম্মদ মোশারফ হোসেন,সহ.শি,- পণঘাগড়া স.প্রা. বিদ্যালয়।
শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন দপ্তরী কাম প্রহরীবৃন্দ ও ভাবখালী স.প্রা. বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীবৃন্দ।
বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতা সমুহ হলো,
(ক) গ্রুপ
৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, ৩০ মিটার বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ
খ) গ্রুপঃ ১০০ মিটার দৌড়,দীর্ঘ লাফ, উচ্চ লাফ
, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়,অঙ্ক দৌড়
সাংস্কৃতিক প্রতিযোগিতায়,
(ক) গ্রুপঃ ছড়া(মামার বাড়ী),চিত্রাঙ্কন (জাতীয় পতাকা), গান, নৃত্য, সুন্দর হাতের লেখা
খ) গ্রুপঃ কবিতা(হাসি),চিত্রাঙ্কন(শীতের সকাল), নৃত্য,গল্প বলা, গান। উপস্থিত বক্তৃতায় একক অভিনয়, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা।
ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply