1. admin@swadhinbanglarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের নান্দাইলে আজিতা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে তারাকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত ময়মনসিংহের চূড়খাই অগ্রণী মডেল স্কুলের উদ্যোগে ম ময়মনসিংহের ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন তারাকান্দা থানার ওসি টিপু সুলতান তারাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার কবি আইরিন আক্তারের লেখা কবিতা”ভাল নেই তুমি “ চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলের সভাপতি শহিদুল্লাহ শহীদ এর জন্মদিন আজ আইনজীবী সাইফুল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানিয়েছেন এড.কামাল হোসেন খান

ভূমি রেজিষ্ট্রেশন কার্যক্রমে সাবরেজিষ্ট্রার জাহিদ হাসানের সেবায় সন্তুষ্ট ময়মনসিংহ সদরবাসী

  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পঠিত

মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত মোঃ জাহিদ হাসান একজন বিচক্ষণ ও দক্ষ-চৌকস সাব-রেজিস্ট্রার।
অত্র অফিসে ভূমি রেজিষ্ট্রেশন সেবায় সন্তোষ প্রকাশ করেছেন অফিসে আগত সেবা প্রত্যাশী জনগণ।
ব্যক্তিগত ভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবন থেকেই তিনি একজন মেধাবী ছিলেন। তার এই মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি সাব-রেজিস্ট্রার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগ-বিচার শাখা- ৬ এর নিবন্ধন অধিদপ্তরের নিয়োগ প্রাপ্ত একজন সুদক্ষ মেধাবী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান ।
সরকারি বিধিমোতাবেক বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারগণের বদলির প্রস্তাব অনুমোদন সাপেক্ষে গত বছরের ১লা অক্টোবর/২৩ তারিখে নিবন্ধন অধিদপ্তরের স্মারক নং-১০.০৫.০০০০.০০১.৯৯.০০১.২৩.৫৮২,মূলে পিরোজপুর জেলার ভান্ডারিয়া সাব-রেজিস্ট্রি অফিস হতে বদলীর আদেশ প্রাপ্ত হইয়া ১০ই অক্টোবর/২৩ ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে যোগদান করেন তিনি।
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানের পর থেকে সরকারের রাজস্ব আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।জমির সঠিক মালিকানা ও হাল খাজনাদী সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই বাচাই করে তিনি ভূমি রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে থাকেন।অফিসে আগত সেবা প্রত্যাশী জনগণ,যাতে কোন রকম প্রতারণার শিকার না হন,সেদিকে তিনি সবসময় খেয়াল রাখেন।সঠিক কাগজপত্র দেখে দলিল সম্পাদন ও পক্ষগণের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করতে তিনি দলিল লেখকদের পরামর্শ দিয়ে থাকেন।
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে সেবা প্রত্যাশী আগত পক্ষগণ তাহার কার্যক্রমে মুগ্ধ। দীর্ঘ প্রায় একযুগ ধরে ভূমি রেজিষ্ট্রেশনে সদরের জনগণ যে ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছেন,জাহিদ হাসানের যোগদানের পর থেকে দীর্ঘদিনের সেই ভোগান্তি ও হয়রানি থেকে মুক্ত হয়েছেন সদরবাসী।
একজন সাব-রেজিস্ট্রার হিসেবে যতটুকু যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন রয়েছে,সেসব গুণ তাহার মাঝে বিদ্যমান ।
তাই নিঃসন্দেহে বলা যায়,উনার মতো একজন বিচক্ষণ ও সুদক্ষ সাব-রেজিস্ট্রার প্রতিটি সাব-রেজিষ্ট্রি অফিসে দায়িত্ব পালন করলে রেজিষ্ট্রেশন অফিসের সুনাম বয়ে আসবে,এমনটাই মনে করেন ময়মনসিংহ সদরের সেবা প্রত্যাশী জনগণ।
সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান সম্পর্কে দলিল লেখকদের নিকট জানতে চাইলে তারা সাব-রেজিস্ট্রারের কর্মদক্ষতা ও বিচক্ষণতার প্রশংসা করেন। জমি ক্রয়-বিক্রয়ের জন্য রেজিষ্ট্রেশন সেবা সংক্রান্ত বিষয়ে সাব-রেজিস্ট্রার সম্পর্কে আগত সেবা প্রত্যাশী পক্ষগণের নিকট জানতে চাইলে,তারা দৈনিক স্বাধীন বাংলার সংবাদ পত্রিকার প্রতিনিধিকে জানান,আমরা বহুবছর ধরে অত্র অফিসে ভোগান্তি ও হয়রানির শিকার হয়ে আসছিলাম,বর্তমানে জাহিদ স্যার যোগদানের পর থেকে ১বৎসর ধরে আমাদের ভোগান্তি দূর হয়েছে। আমরা সহজেই দলিল রেজিষ্ট্রেশনে সহায়তা পাচ্ছি।স্যার যোগদানের পর থেকে দালাল ও দুর্নীতি মুক্ত পরিবেশে ভূমি রেজিষ্ট্রেশনে আমরা দাতা-গ্রহিতাগণ সেবা পাচ্ছি।
ময়মনসিংহ মহানগরের ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা সেবা প্রত্যাশী মোঃ নুর আলম বলেন,চরগোবদিয়া নিবাসী দলিল লেখক আঃ মতিন সরকারের দ্বারা আমি একটি দলিল লিখাইয়া সাবরেজিস্ট্রার সাহেবের এজলাসে জমা দেয়ার পর, যখন তিনি জানতে পারলেন দাতা বয়স্ক এবং অসুস্থ্য , তখন তিনি দাতাগণকে কষ্ট না দিয়ে দ্রুত কাগজ পত্র যাচাই বাছাই ও দলিলের দাতাগনের ছবি মিলাইয়া দাতাগণের মৌখিক জবানবন্দি গ্রহন পূর্বক রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। এমন ভালো অফিসার আমার জীবনে প্রথম দেখলাম। প্রতিটি সাবরেজিস্ট্রি অফিসে এমন ভালো মনের মানবিক অফিসার দায়িত্ব পালন করুক, এমনটাই আশা করেন সাব-রেজিস্ট্রারের সেবায় সন্তুষ্ট সেবা প্রত্যাশী নুর আলম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবরেজিস্ট্রার জাহিদ হাসান
তার সাবরেজিস্ট্রি অফিস দালালমুক্ত করনের লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।শুধু সরকারি ফি প্রদানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে সকল প্রকার দলিল। মাইকে সকলকে বার বার ঘোষণা করছেন- সরকারি ফি ব্যাতীত অতিরিক্ত কোন প্রকার অর্থের লেনদেন যাতে না করা হয় এবং দালাল থেকে সাবধান থাকার জন্য সেবা প্রত্যাশী পক্ষগণের উদ্দেশ্যে মাইকে কিছুক্ষণ পরপর ঘোষণা করেন।
যার ফলে স্বস্তি এসেছে দাতা, গ্রহিতা ও সেবা নিতে আসা ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন এলাকার জনগণের মাঝে। অফিসে নেই কোন দালালদের দৌরাত্ব। তাছাড়া মানুষ যাতে হয়রানির শিকার ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মাইকে সতর্ক করা হচ্ছে।দালাল থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভূমি রেজিষ্ট্রেশন কার্যক্রমে সাবরেজিষ্ট্রার জাহিদ হাসানের সেবায় সন্তুষ্ট ময়মনসিংহ সদরবাসী।
এব্যাপারে সাবরেজিস্ট্রার জাহিদ হাসান বলেন, ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসকে একটি দালাল মুক্ত, পরিচ্ছন্ন ও দূর্নীতি মুক্ত সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Swadhin Banglar Songbad
Theme Customized By Shakil IT Park