স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার সম্মেলন /২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ন্যাপ নেতা মফিজ উদ্দিন তালুকদার।
গত ৩রা ডিসেম্বর শনিবার ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এহতেশামুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জননেতা ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
এছাড়া উক্ত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট জহিরুল হক খোকাকে নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি মহাজোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক গণকে ময়মনসিংহ জেলা ন্যাপ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়েছেন।
Leave a Reply