মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য নার্গিস আক্তার এর উপর হামলার ঘটনা ঘটেছে।
২১ শে জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলার ঘটে বলে নার্গিস আক্তার জানান। আহত নারী ইউপি সদস্য নার্গিস আক্তার বলেন , পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রোকসানা বেগম চেয়ারম্যান তার উপর হামলার নির্দেশ দিয়েছেন।
তিনি রোকসানা বেগম চেয়ারম্যান এর দুর্নীতির কয়েকটি উদাহরণ তুলে ধরে বলেন, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি পাগলা থানা সংলগ্ন তার নিজ বাড়ির কাছে আওয়ামীলীগ অফিস ও পাগলা প্রেসক্লাবের সামনে বিজয় মিছিল ও পথসভা করে এমপি কে ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগ অফিসে গেলে বাঁধার স্বীকার হন নার্গিস আক্তার, তারপর জোর করে নিজের অধিকার খাটিয়ে ফুলের তোড়া উপহার দেন যা রোকসানা বেগম চেয়ারম্যান হিংসার চোখে দেখেন।তারপর এমপি চলে যাওয়ার পর চেয়ারম্যান রোকসানা বেগম এর কিছু উশৃংখল লোক নার্গিস আক্তার এবং তার কর্মীদের উপর আর এফ এল পাইপ, লাঠি, দা ইত্যাদি দিয়ে অতর্কিত হামলা চালায়, ঘটনাস্থলে নার্গিস আক্তার সহ গুরুতর আহত হন কয়েকজন, বৃহস্পতিবার স্থানীয় পাগলা বাজারের দিন থাকায় হাজারো মানুষের ভিতর প্রকাশ্যে হামলা করে। এর আগে হামলাকারীরা নার্গিস আক্তার এর বাড়ি এবং দোকানে লুটপাট চালায় যার ফলে তিনি পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন এর ফলে প্রকাশ্যে আবার ২য় বার তার উপর আক্রমণ করে, বর্তমানে তিনি আহত, এবং এই ঘটনার জেরে পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply