মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।। ময়মনসিংহের ফুলবাড়িয়া সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার মো.ওমর ফারুক এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৬ই ডিসেম্বর শুক্রবার ভোর ৬ঃ৩০ মিনিটে সাব-রেজিস্ট্রারের উদ্যোগে সাবরেজিষ্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্যদের নিয়ে ফুলবাড়িয়া কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরবর্তীতে জাতীয় সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার সকল অফিসারগনের সাথে পুষ্পস্তবক অর্পণে অংশ গ্রহণ করেন দক্ষ সাবরেজিস্ট্রার ও বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। পুষ্পস্তবক অর্পণের পর সাবরেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় তার বক্তব্যে তিনি সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।বিজয়ের এ মাসে শ্রদ্ধাবনত চিত্তে তিনি স্বরণ করেন স্বাধীন বাংলাদেশের রুপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।তাছাড়া তিনি জাতীয় চার নেতা,শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরমুক্তি সেনা,ত্রিশ লাখ শহীদ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোনসহ মুক্তিকামী নাগরিকদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের স্বরণ করে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযোদ্ধের প্রতি উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার কল্যাণে কাজ করে যেতে সকলকে আহবান জানান।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য ও ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মফিজ উদ্দিন তালুকদার,জেলা দলিল লেখক সমিতির সহসভাপতি আঃ মান্নান সরকার, ফুলবাড়িয়া দলিল লেখক সমিতির সভাপতি মির্জা কামরুজ্জামান সরকার দুলাল, সাধারণ সম্পাদক আঃ জলিল, অফিস সহকারী সুরঞ্জিত কুমার সরকার, ফুলবাড়িয়া সাবরেজিষ্ট্রি অফিস নকলনবীশ এসোসিয়েশন সভাপতি মো.হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক তৌহিদ সরকার প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক লিটন সরকার, মোহরার আয়েশা সিদ্দিকা,মোহরার জিন্নত রকিফা, এসএ টি এক্ট নুরুল ইসলাম নুরু প্রমুখ। এছাড়া অফিসের কর্মচারী, দলিল সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্ধসহ দলিল লেখকগণ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply