মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।ময়মনসিংহের ফুলবাড়িয়া সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার মো.ওমর ফারুক এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।১৬ই ডিসেম্বর সোমবার ভোর ৬ঃ৩০ মিনিটে সাব-রেজিস্ট্রারের উদ্যোগে সাবরেজিষ্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্যদের নিয়ে ফুলবাড়িয়া কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার সকল অফিসারগনের সাথে পুষ্পস্তবক অর্পণে অংশ গ্রহণ করেন দক্ষ সাবরেজিস্ট্রার ও বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
পুষ্পস্তবক অর্পণের পর সাবরেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় তার বক্তব্যে তিনি সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।বিজয়ের এই দিনে তিনি শ্রদ্ধা জানান-শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরমুক্তি সেনা,ত্রিশ লাখ শহীদ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোনসহ মুক্তিকামী নাগরিকদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের স্বরণ করেন এবং মুক্তিযোদ্ধের প্রতি উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার কল্যাণে কাজ করে যেতে সকলকে আহবান জানান।অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতা ও ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মফিজ উদ্দিন তালুকদার,অফিস সহকারী সুরঞ্জিত কুমার সরকার,ফুলবাড়িয়া সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও নকলনবীশ এসোসিয়েশন ফুলবাড়িয়া শাখার নেতৃবৃন্দ প্রমুখ। এছাড়া অফিসের কর্মচারী,দলিল সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্ধসহ দলিল লেখকগণ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply