ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বন্দমদল গ্রামে প্রতি বছরের ন্যায় বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে ফুটবল প্রীতি ব্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৯ই জুন শুক্রবার বিকাল ৪টায় বন্দমদল খেলার মাঠে উক্ত ফুটবল ব্যাচ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাবখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য শেখ নয়ন মিয়া। প্রধান অতিথি শেখ নয়ন মিয়ার অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে উক্ত ফুটবল ব্যাচ খেলাটি উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার,সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মো.জালু মিয়া,আবু বক্কর সিদ্দুক,আহমদ আলী,নবীন মিয়া,দুলাল মিয়া প্রমুখ।
উক্ত খেলায় ভাস্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো.আবুল হাসিম। রেফারির হিসেবে খেলাটি পরিচালনা করেন সাব্বির হোসেন।
বিবাহিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো.আলম এবং অবিবাহিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো.অন্তর।
উক্ত খেলায় বিবাহিত দলকে হারিয়ে অবিবাহিত দল ২-১ গোলে বিজয়ী হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে একটি খাশী তুলে দেয়া হয়। বিবাহিত দলের গোল রক্ষক ইছব আলী এবং অবিবাহিত দলের গোল রক্ষক আসাদুল ইসলাম।
বিবাহিত দলের খেলোয়াড়দের মধ্যে অংশ গ্রহণ করেন আরিফ, মবিন,তাসিন,উজ্জ্বল, সুজন,মনির তাইফুল,নাঈম,হিমেল, জনি,অতিরিক্ত খেলোয়াড় সাগর ও হিমেল।
অবিবাহিত দলের খেলোয়ারদের মধ্যে রাহাত,শরীফ,রায়হান,রাকিব,শাহিদ,ফরহাদ, সিফাত,মোজাম্মেল, সাইদুল,স্বপন,অতিরিক্ত খেলোয়াড় হিসেবে অংশ গ্রহণ করেন আশরাফুল,রাব্বি।
উক্ত খেলার মাঠের চার পাশে হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করার মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করা হয়। ।
Leave a Reply