মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে নানান কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার(৭ই মার্চ)সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা ও সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান এবং অফিসের কর্মচারীসহ দলিল লেখক বৃন্দ।
এদিবস উপলক্ষ্যে ময়মনসিংহ সদরের সাব-রেজিস্ট্রার জাহিদ হাসানের নেতৃত্বে ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এক আলোচনা সভায় সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান বলেন,ঐতিহাসিক ৭ মার্চ আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন। তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া যে ভাষণ বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়।
১৯৭১ সালের এই দিনের পড়ন্ত বিকেলে বঙ্গবন্ধু সমবেত লাখো মানুষকে সামনে রেখে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ মাত্র ১৮ মিনিটের ভাষণে সেদিন বঙ্গবন্ধু যেমন বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন, তেমনি দেশবাসীর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। এক কথায় বলা যায়, এটি ছিল মুক্তিযুদ্ধের রণকৌশল।
বঙ্গবন্ধুর এই ভাষণ যুদ্ধদিনে মুক্তিসেনাদের প্রেরণা হিসেবে কাজ করেছে। আজও সেই ভাষণ উজ্জীবিত করে চলেছে বাঙালি জাতিকে। বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।
Leave a Reply