মফিজ উদ্দিন তালুকদার (তারাকান্দা)।। ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল ইসলামের এর সাথে তারাকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের পাশাপাশি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক,তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা , উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ মালেক আর্মি,বিএনপি নেতা সোহবান তালুকদার,ছায়াদুল ইসলাম মন্ডল,আসাদুল মন্ডল, রাকিব তালুকদার,আবুল কালাম আজাদ,শহীদুল ইসলাম প্রমুখ বিএনপি নেতাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ,গণমাধ্যম ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply