মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।
ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন সি.কে ঘোষ রোড মিন্টু কলেজ গেইটের পূর্ব পাশে ESSE শোরুমের সামনে পাকা রাস্তার উপর হতে ২৭ এপ্রিল ২০২৪ ইং (শনিবার) রাত সোয়া ১০টায় ৩৩ গ্রাম হেরোইন মাদক ব্যবসায়ী মোঃ রবিন (৩২), পিতা-সরোয়ার,মাতা-ললিতা বেগম, সাং- মালগুদাম,মোঃ হানিফ (৩২),পিতা-সিরাজ মিয়া,মাতা-নাছিমা বেগম, সাং-বাঁশবাড়ী কলোনী,উভয় থানা- কোতোয়ালী মোঃ মইনুল ইসলাম ওরফে রাসেল(৪৩), পিতা- মৃতঃ নুরুল ইসলাম,মাতা-মৃতঃ শাহানা ইসলাম,সাং-টান লংগাইর,থানা-পাগলা,এ/পি সাং-নাটক ঘরলেন,থানা-পাগলা, সর্ব জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ রবিন (৩২) এর বিরুদ্ধে ০২টি, আসামী মোঃ হানিফ (৩২)এর বিরুদ্ধে ০২টি এবং আসামী মোঃ নবী হোসেন বাবু (২৬) এর বিরুদ্ধে ০৪টি এবং আসামী মোঃ মইনুল ইসলাম ওরফে রাসেল (৪৩) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।
অপর এক অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ফুলবাড়ীয়া থানাধীন ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকাজান সাকিনস্থ জনৈক আবু বক্কর ছিদ্দিকের মনোহারী দোকানের সামনে পাকারাস্তার উপর হতে ২৭ এপ্রিল ২০২৪ ইং তারিখ রাত সাড়ে ১১ টায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা(২৮),পিতা-মোঃ মজিবুর রহমান,মাতা-রিনা আক্তার,সাং-পলাশতলী, মোঃ রিয়াজুল ইসলাম(২৮),পিতা-মৃতঃ আমজাদ আলী, মাতা-মাজেদা বেগম, সাং-কালিবাজাইল,জসিম উদ্দিন(৪৫), পিতা-মৃতঃ মফিজ উদ্দিন, মাতা-জোবেদা খাতুন,সাং-বাঁশদী,সর্ব থানা-ফুলবাড়ীয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবংএই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ৩৩ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ৬জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply