ময়মনসিংহ প্রতিনিধি।।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৪৯ ময়মনসিংহ-৪(সদর) আসনে ১৪ দলের শীর্ষ নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার।
গত ৭ই জানুয়ারি/২৪ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে মুহিত উর রহমান শান্ত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন।
উক্ত নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মোহিত উর রহমান শান্ত ভোট পান-১,৪৭,২৯২টি। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল হক শামীম স্বতন্ত্র হিসেবে ট্রাক প্রতীক নিয়ে পেলেন-১,০৩,৫৪৬ ভোট।
উক্ত নির্বাচনে ৪৩,৭৪৬ ভোট বেশী পেয়ে মুহিত উর রহমান শান্ত নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।
১৪দল মনোনিত আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ন্যাপ এর ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন তালুকদারের পাশাপাশি ময়মনসিংহ জেলার ন্যাপের সকল নেতাকর্মী মুহিত উর রহমান শান্ত’কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
Leave a Reply