স্বপন কুমার ভদ্র (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের নেতৃত্বে ময়মনসিংহ সদর উপজেলার ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে ।
জানা যায়,ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর সাবেক সভাপতি মোঃ ওসমান গনি ৩১নং ওয়ার্ডের বাসিন্দা হওয়ার কারণে মহানগর আওয়ামী লীগের ৩১ নং ওয়ার্ডের আহবায়কের দায়িত্ব গ্রহণ করেন। সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান ৩২নং ওয়ার্ডের বাসিন্দা হওয়ার কারণে মহানগর আওয়ামী লীগের ৩২নং ওয়ার্ডের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। ফলে ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়।
তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে সাবেক আওয়ামী লীগ,যুবলীগ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা ত্যাগী ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
গত ২রা অক্টোবর সোমবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল উক্ত আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।
উক্ত কমিটিতে মুক্তার উদ্দিন মন্ডলকে আহবায়ক,মোঃ মনোয়ারুল ইসলাম তালুকদার মজনুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ,মোঃ এনামুল হক আকন্দ ও মোঃ কফিল উদ্দিন সরকারকে যুগ্ম আহবায়ক এবং মোঃ শহিদুল ইসলাম মেম্বারকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
Leave a Reply