তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বাজারের নাম মাঝিয়ালী। আর সেই বাজারে যাতে কোন প্রকার অপরাধমূলক অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)ওয়াজেদ আলী।
তারাকান্দা থানাধীন মাঝিয়ালী বাজারে ছেঁড়া ১০ টাকার নোট দেয়া-নেয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দোকানদার নিহত হওয়ার ঘটনার বিষয় নিয়ে যাতে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য
ঐ ঘটনাস্থলে বাদীপক্ষ,বাজার কমিটি,ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ৯ই জুন (রবিবার) জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,বানিহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আলতাব হোসেন,কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক তালুকদার,বাজার কমিটির সভাপতি সোহরাব হোসেন মেম্বার, স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় ওসি ওয়াজেদ আলী বলেন,
মামলার মুল আসামি যথাসময়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। কিছু আসামি জামিনে আছে। জামিনে থাকা বিবাদীপক্ষের সাথে বাদীপক্ষের যেন নতুন করে অপ্রতিকার ঘটনা ঘটতে না পারে সেজন্য সবাই যেন সচেতন হই ।
এই খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যেন কোন নতুন ইস্যু তৈরি করতে না পারে সেজন্য থানা পুলিশ কে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করেন ওসি ওয়াজেদ আলী।
Leave a Reply