তারাকান্দা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজ উদ্দিন তালুকদারের নেতৃত্বে ম্যানেজিং কমিটির সহসভাপতি ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান আকাশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগমসহ শিক্ষক-শিক্ষার্থী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন।।
বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মহফিলের আয়োজন করা হয়। এসময় মোনাজাত পাঠ করেন মো.জাকির হোসেন।
সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ,দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।
তারপর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজ উদ্দিন তালুকদার। পরিশেষে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণকৃত বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির বিদ্যুৎশাহী সদস্য নাছিমা আক্তার,সহকারী শিক্ষক শাহিদা ফরাজি,শামসুন্নাহার শেফালী,সেলিনা আক্তার,বিলকিস বেগম,মারুফা আক্তার, নার্গিস আক্তার, ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্ধসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply