মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ)।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ নানান অনিমের অভিযোগ উঠেছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৪ আগসট থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সময়সূচিতে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম শুরু হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস চলবে। কিন্তু তারাকান্দা উপজেলায় মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজ ইচ্ছা স্বাধীন মতো অফিস করছেন। বিষয়টি নিয়ে ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা গেলে, একাডেমিক সুপারভাইজার কে অফিসে পাওয়া যায়নি। পরে ১২টা দিকে তিনি মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন।
এই ব্যাপারে তথ্য জানতে গেলে,ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক সাগর তালুকদার এবং দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি সোহেল এর উপর চড়াও হন এবং তিনি বলেন,গণমাধ্যমে লিখে কিছু করতে পারবেন না।বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে চাপা খুব বিরাজ করছে।
জানা গেছে,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।তারাকান্দায় উপজেলায় ৬-৯-২০১৫ সালে যোগদান করেন তার সময়কাল ৭ বছর।সরকারি কর্মচারীদের ০৩ বছর অন্তর অন্তর বদলির বিধান রয়েছে। যেখানে প্রতিকুল পরিস্থিতিতে ০২ বছর পরও বদলির কথা বলা হয়েছে।
বাস্তবতার নিরিখে সুধন কুমার বিশ্বাস অজানা কারণে অদৃশ্য কোন এক খুঁটির জুড়ে তারাকান্দা উপজেলায় বহাল তবিয়তে চাকরি করছেন।এছাড়াও একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রিসাইডিং অফিসার দায়িত্ব থাকাকালীন সময় নানান অনিয়মের জড়িয়ে পড়েন।
গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয় উনার স্বেচ্ছাচারিতার কারণে এলাকাবাসী ও নির্বাচিত সদস্যগণ উনার বিরুদ্ধে মানববন্ধন করেন।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শরীফ আহমেদের এমপি’র ডিউ লেটার উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন।কলেজে লেখাপড়ার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছাত্রনেতার সাথে সখ্যতা ছিলো সুধন কুমার বিশ্বাসের তৎকালীন সময়ে।
এছাড়াও উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে,তার পছন্দের লোকদেরকে নিয়োগ পাইয়ে দিতে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক’র মাধ্যমে তদবির করে থাকেন।বিষয়টি গোটা উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে তোলপার সৃষ্টি হচ্ছে।
এই ব্যাপারে ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান,সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা কোন প্রশ্নই আসেনা।সুধন কুমার বিশ্বাসের বদলির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক জানান,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বদলির দায়িত্ব মন্ত্রণালয়ের।
এবিষয়ে অভিযুক্ত উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এব্যাপারে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, অফিসে না আসার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply