সাইফুজ্জামান দুদু(মুক্তাগাছা)।।
ময়মনসিংহের মুক্তাগাছা শহরের নতুন বাজার এলাকায় ৫ই অক্টোবর বুধবার রাত আনুমানিক ৯টায় সারোয়ার রহমান শান্ত (১৬) নামের এক কিশোর খুনের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রুবেল বলেন,ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ও ভিকটিমকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠাই।স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,ভিকটিমের পেটের ডান পাশে মারাত্মক জখম, অতিরিক্ত শ্বাসকষ্ট ও রক্তক্ষরনের কারণে তাৎক্ষণিক ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য মচিমহা’য় পাঠাই।
এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ জানান,মুক্তাগাছা এলাকায় উঠতি বয়সের কতিপয় যুবক মাদক,ইভটিজিং সহ সামাজিক অপরাধে আশংকাজনকভাবে জড়িয়ে পড়েছে। এ ব্যাপরে পুলিশের বিভিন্ন এজেন্সি সক্রিয় ভূমিকা পালন করছে এবং শান্ত’র নিহতের ঘটনায় অধিকতর তথ্য সংগ্রহের স্বার্থে সন্দেহভাজন লোকদের জিজ্ঞাসাবাদ অব্যহত আছে।ভিকটিমের লাশ ময়না তদন্তের জন্য মচিমহা’র মর্গে পাঠানোর হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা যায় ,মোজাটি নিবাসী নিহত শান্ত মুক্তাগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমানের ২য় পুত্র ।
তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রুবেল জানান, ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য মচিমহা’য় পাঠলে পথিমধ্যেই তার মৃত্যু ঘটে।
Leave a Reply