স্টাফ রিপোর্টার।। ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে,ভাতিজা কর্তৃক চাচা অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে ৯৯৯ এ ফোন দিয়ে আত্মরক্ষা করেন ভুক্তভোগী পরিবার। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতা নিয়ে এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। গত ২৮ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে । অভিযোগ কারী আলতাফ হোসেন মন্ডল সাংবাদিকদের জানান, ২৮ আগস্ট রবিবার সকালে আমার ও আমার চাচাতো ভাই লাল মিয়া মন্ডলের নামে বিআরএস কৃত ভূমি মোফাজ্জল মন্ডল ও তার ছেলেরা জোড় পূর্বক চাষ করতে চাইলে আমি,আমার ছেলে ও ভাতিজারা বাঁধা দেয় । এ সময় মোফাজ্জল মন্ডল তার ছেলেদের নিয়ে চতুর্দিক দিয়ে আমাকে ঘিরে ফেলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার ছেলে তানভীর মন্ডলকে আহত করে । আমি বাঁধা দিলে আমার ভাই ও তার ছেলে মোকাম্মেল মন্ডল,সুমন মন্ডল আমাকে হত্যার হুমকি দিয়ে অস্ত্র নিয়ে অবরুদ্ধ করে রাখে । উপায়ন্তর না পেয়ে আমার ভাতিজা সাব্বির মন্ডল ৯৯৯ এ কল করে সহযোগীতা চাইলে পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই দিদার ঘটনাস্থলে এসে পৌছলে পুলিশ প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পুলিশ গিয়ে প্রতিপক্ষকে জমি থেকে চাষের টাক্ট্রর উঠিয়ে নিতে বলে এবং শান্তি পূর্ণ সমাধানের লক্ষ্যে উভয় পক্ষকে জমির কাগজ পত্র নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ করে। ঐদিন রাতেই থানায় দরবার শালিসের মাধ্যমে উভয় পক্ষকে জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে না যেতে মৌখিক ভাবে নিষেধাজ্ঞা করলেও পরের দিন ই প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের লোকজন জমি চাষ করে ধান রোপন করে। এ নিয়ে এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে সাব্বির হোসেন মন্ডল বলেন,মোফাজ্জল মন্ডল তার ছেলেদের নিয়ে আমার বাবা ও চাচার নামে বিআরএস কৃত ভূমি অবৈধভাবে দখলে নেয়ার পায়তারা করছে । জমিটি আমার দাদার নামে আরওআর হয় । সেই অনুসারে আমার বাবা ও চাচার নামে বিআরএস হয় । সেই অনুসারেই আমরা জমিটির বৈধ দাবীদার । কিন্তু মোফাজ্জল মন্ডল এলাকার কিছু দোষকৃতিকারীদের নিয়ে জমিটি গ্রাস করতে চাচ্ছে । আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।
Leave a Reply