স্বপন কুমার ভদ্র (ময়মনসিংহ) ।। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ বাজারে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত শনিবার(৬ই আগষ্ট) আনুমানিক দুপুর ২টায়
শম্ভুগঞ্জ-হালুয়াঘাট রোডের গোল চত্বর এলাকা থেকে অটোরিক্সা চুরির ঘটনা ঘটে।
জানা যায়, ব্যাটারি চালিত মিশুক অটো গাড়ী যোগে তারাকান্দা বাস স্ট্যান্ড থেকে দুইজন বোরখা পরিহিত মহিলা যাত্রীবেশে শম্ভুগঞ্জের গোল চত্বর নামক স্থানে আসে। অটোচালককে যাত্রীরা অটো দাঁড় করাতে বলেন এবং অটোরিক্সা চালক হালিমকে রাস্তার পাশের দোকান থেকে পান-সুপারী আনতে বলেন। তারপর অটোরিক্সা ড্রাইভার হালিম অটো রাস্তায় রেখে পান আনতে যান। যাত্রীদের জন্য পানসুপারী নিয়ে এসে দেখেন অটোরিকশা এবং যাত্রীরা যথাস্থানে নেই। যাত্রীবেশী ছিনতাইকারী মহিলারা মোবাইলে ফোন করে একটি যুবককে ডেকে এনে,অটো চুরি করে নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনার ভিডিও ফুটেজ ঘটনাস্থল এলাকায় অবস্থিত রিমঝিম এন্টারপ্রাইজ এর সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত অজ্ঞাতনামা যাত্রীরা সহ অজ্ঞাতনামা আরেক জন ব্যক্তি মিলে অভিনব কায়দায় গাড়িটি চুরি নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় । ব্যাটারী চালিত মিশুক গাড়ীটি লাল রঙের ।
এব্যাপারে তারাকান্দা উপজেলার গালাগাঁও গ্রামের গাড়ীর মালিক অর্থাৎ অটোরিক্সা চালক আব্দুল হালিমের পিতা আব্দুল মালেক ঐদিন রাতে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এছাড়া উক্ত স্থান থেকে অভিনব কায়দায় আরো একাধিক অটোরিক্সা চুরি হওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
Leave a Reply