ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাড়াইল এলাকায় এক কিশোর খুনের ঘটনা ঘটেছে। গত সোমবার(৮ই আগষ্ট)পাড়াইলের ভাটিপাড়ার কচ্ছুয়ার ঘাট সুতিয়া নদীর পাড়ে ধারালো অস্ত্রের আঘাতে আসাদ (১৬) নামের এক কিশোরকে খুন করা হয়েছে। জানা যায়,ঘাগড়া ইউনিয়নের চকনজু গ্রামের আঃ রহিমের পুত্র আসাদ এবং পাড়াইল গ্রামের আঃ মান্নানের ছেলে নয়ন,তারা দুজনেই একসাথে চলাচল করতেন। নয়ন একজন মাদক ব্যবসায়ী। নিহত আসাদ এর পরিবার সূত্রে জানা গেছে ,আসাদের সাথে প্রতিবেশী হিসেবে নয়নের সম্পর্ক ছিল।
ঐদিন সোমবার সন্ধ্যা ৭টায় প্রিয়কুঞ্জ মির্জা পার্ক সংলগ্ন সুতিয়া নদীর কচ্ছুয়ার ঘাট ব্রীজ পাড়ের রাস্তায় এই খুনের ঘটনা ঘটে। আসাদকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডান হাতের রগ কাটার পর কোমরসহ দেহের বিভিন্ন অংশে আঘাত করে রাস্তায় ফেলে রেখে খুনিরা পালিয়ে যায়। তারপর মুমুর্ষ অবস্থায় আশেপাশের লোকজন দ্রুত হাসপাতালে নেয়ার পথে আসাদ মৃত্যুবরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক সম্রাট নয়ন মিয়া আসাদকে খুন করছে এমনটাই এলাকাবাসীর অভিযোগ। নয়ন এলাকার মাদক সম্রাট নামে পরিচিত। নয়নের অপরাধ মুলক কর্মকান্ডে অতিষ্ট এলাকাবাসী।তিনি তার মাদকের সিন্ডিকেট চক্র দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানী করছে। প্রায়ই এলাকার মানুষের সাথে বিশৃঙখলা করার অভিযোগ রয়েছে মাদক সম্রাট নয়নের বিরুদ্ধে। মাদক সম্রাট নয়ন ও এই খুনের ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলের বিচার দাবী জানিয়েছেন এলাকাবাসী। নিহত আসাদ তার মায়ের একমাত্র পুত্র।আসাদ ট্রাকের হেল্পার হিসেবে কাজ করতেন।
আসাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply