স্টাফ রিপোর্টার।। ১৯৭৫ সনের ১৫ ই আগষ্ট স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গ নির্মমভাবে শহীদ হন। ১৫ ই আগষ্টে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেন ময়মনসিংহ মহানগরের ৩৩ ওয়ার্ড আওয়ামী লীগ । এ উপলক্ষ্যে ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে শম্ভুগঞ্জ মোড়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ময়মনসিংহ মহানগরের ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.হেলাল আহমেদ এর সঞ্চালনায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হযরত আলী,মহানগর আওয়ামীলীগের সদস্য অধ্যাপক সালাহউদ্দিন মাহমুদ সোহাগ,আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মজিবুর রহমান।এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩৩ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আহসান হাবীব,আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদর উপজেলা শাখার সাবেক সভাপতি হাসান সরকার।উক্ত শোক দিবস উপলক্ষ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শামসুল হক,গৌরাঙ্গ চন্দ্র আচার্য,অধ্যাপক বাবুল প্রমুখ ।এছাড়া যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,শ্রমিক লীগ,ছাত্রলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন উপস্থিত সকল নেতৃবৃন্ধ।
শোক হোক শক্তি। আগষ্ট মাস শোকের মাস।এই মাসের ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ ঘাতকের বুলেটের আঘাতে ঢাকার ধানমন্ডির ৩২ নং বাসায় নির্মমভাবে শহীদ হয়েছিলেন। প্রধান অতিথি বলেন, আসুন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধরে রেখে সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞাবধ্য হই ও সকলে ১৫ই আগষ্টের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করি এবং বাংলার নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করি।
Leave a Reply