স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ জেলার তারাকান্দার ২নং বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
১৫ ই আগষ্ট সোমবার উক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজ উদ্দিন সরকার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি ও ইউপি সদস্য মো.মুস্তাফিজুর রহমান আকাশ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে শিক্ষার্থীদের মধ্য থেকে একজন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।
১৫ই আগষ্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।তারপর ছাত্র ছাত্রীরা উক্ত দিবস উপলক্ষ্যে হাম,নাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
এসময় সভাপতি মফিজ উদ্দিন সরকার তাঁর স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বাংলার সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নমুলক কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা করেন।
তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় তিনি ১৫ই আগষ্টে ঘাতকের গুলিতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব,শেখ কামাল,শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল, শেখ আবু নাসের, শেখ ফজলুল হক মণি,বেগম আরজু মণি,আব্দুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত,বেবী সেরনিয়াবাত,আরিফ সেরনিয়াবাত, সুকান্ত আব্দুল্লাহ বাবু,আব্দুল নঈম খান রিন্টু, কর্নেল জামিল উদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পাঠ করের সভাপতি মো.মফিজ উদ্দিন সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সন্তান মো.ফয়জুর রাজ্জাক বেগ শরীফ,ম্যানেজিং কমিটির সদস্য আঃ রব খোকন মন্ডল ,সাইকুল ইসলাম সরকার,প্রতিমা রানী,উম্মে কুলসুম , বিদ্যুৎসাহী নাছিমা আক্তার, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব সুরাইয়া বেগম, ম্যানেজিং কমিটির সদস্য ও সহকারী শিক্ষক শাহিদা ফরাজি, সহকারী শিক্ষক শামছুন্নাহার শেফালী,সেলিনা বেগম,নাছিমা বেগম,সীমা রানী তরফদার ,বিলকিস , ছাত্র অভিভাবক শফিকুল ইসলাম, আবুল কালাম প্রমুখ। পরিশেষে হাম,নাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।
Leave a Reply