মফিজ উদ্দিন তালুকদার।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস কক্ষে আতর্কিত হামলার শিকার হয়েছেন সাবরেজিস্ট্রার ইউসুফ আলী। গত ১০ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়,হামলার আধা ঘন্টা আগে শাসিয়ে এবং মারপিটের হুমকি দিয়ে এসেছিলেন ইউএনও। এর পরপরই সাবরেজিস্ট্রার ইউসুফ আলীর অফিস কক্ষে গিয়ে দলিল সম্পাদনের সময় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আতর্কিত হামলা করে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি। হামলায় গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় প্রচুর সেলাই করা হয়েছে। ।
ইউসুফ আলী অভিযোগ করে জানান, তার ওপর হামলার সঙ্গে ইউএনও আবুল হায়াত নিজেই জড়িত।
তবে বিষয়টি নিয়ে শিবগঞ্জের ইউএনও আবুল হায়াত বলেন, এক ব্যক্তির পেনসনের বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তাকে শাসানোর বিষয়টি সঠিক নয়। তার অফিসে গিয়ে কথা বলেছি মাত্র। এসময় একটু কথার কাটাকাটি হয়েছে।
তবে তার সঙ্গে যে আচরণ হয়েছে, সেটি ঠিক করা হয়নি। তার ওপর হামলার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নয়।
উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষী ব্যক্তিদের সুষ্ঠু বিচারের দাবী এবং দেশের সকল সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মক্ষেত্রের নিরাপত্তা চেয়েছেন শেরপুর জেলার শ্রীবরদী সাবরেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখক বৃন্ধ ।
Leave a Reply