“তুমার কথা রাখতে”
তুমি বলেছিলে তাই
আমি লিখতে বসেছি
দু’চারটি লাইন
চাই তোমার নামে
লিখবো কবিতা।।
তুমার বলাই সাহস পাই
পাই আমি উৎসাহ উদ্দীপনা
বেড়ে যায় লিখার আগ্রহ
আমার আমি,সবই তুমাকে ঘিরে
সাজাতে চাই পৃথিবী।।
তুমার ভালোবাসায়
আমি মরতে চাই
বাঁচতে চাই তোমার সোহাগে
এই সবই তোমার কথা রাখতে।।
আমি তোমার কথা রেখেই
শেষ নিঃশাস ত্যাগ করতে চাই।
তুমি ভালো থেকো প্রিয়া…
Leave a Reply