মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।।
বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি “পদ্ম অঞ্চল”,ময়মনসিংহ এর ৫১তম শীতকালীন খেলা ও এ্যাথলেটিকস প্রতিযোগীতা /২৩ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ২৯ শে জানুয়ারী রবিবার ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চলের আয়োজনে ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠ প্রাঙ্গণে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ভলিবল খেলায় ঢাকা বিভাগকে হারিয়ে ময়মনসিংহ বিভাগ চ্যাম্পিয়ন অর্জন করে।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন এর সভাপতিত্বে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিদ্যালয় পরিদর্শিকা রওশন আরা খান।
এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা ভবিবল রেফারি এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সুলতান আহমেদ,মুক্তাগাছা মানকোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ সরকার, ময়মনসিংহ জেলা স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক বিশ্বনাথ চৌধুরী।
খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. আনিসুর রহমান,সহকারী রেফারি মো.শহিদুল ইসলাম,লাইন জাজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আঃ আজিজ,মো.কাজল এবং স্কোরিং এ দায়িত্ব পালন করেছেন রিজভী আহমেদ।
এসময় ময়মনসিংহ জেলার স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাসহ “বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি” ময়মনসিংহ জেলার শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্ধ খেলা শেষে ঢাকা বিভাগীয় খেলায়াড়দের হাতে রানার্সআপ ট্রপি এবং ময়মনসিংহ বিভাগীয় বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার স্বরুপ বিজয়ী ট্রপি ও সনদ পত্র তুলে দেন।
Leave a Reply