ময়মনসিংহ প্রতিনিধি ।। ময়মনসিংহ সদরের চূড়খাই বাজার তরুছায়া স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৭ই ফেব্রুয়ারী বিকালে তরুছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি কাজী গোলাম মাওলা তোফায়েল ও সাধারণ সম্পাদক মুত্তাকিনুর সুমন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ হোসেন এর সার্বিক সহযোগিতায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো.কামাল উদ্দিন পুলিশ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভাবখালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য ইউপি সদস্য শেখ নয়ন মিয়া।
প্রীতি ক্রিকেট ম্যাচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ সদরের ১২ভাবখালী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আব্দুছ ছাত্তার সরকার সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চূড়খাই অগ্রনী মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মো.শহীদুল ইসলাম,সমাজ সেবক হাজী চাঁন মিয়া ড্রাইভার, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হবি, বিশিষ্ট ব্যবসায়ী আরীফ রব্বানী।
খেলাটির ভাষ্যকার ও স্কোর বোর্ডের দায়িত্বে ছিলেন পাপ্পু হাসান রানা।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্ধ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন।
Leave a Reply