মফিজ উদ্দিন তালুকদার।।
নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।
শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। তিনি সাদামাটা জীবন যাপন করতেন। তাঁর মৃত্যুতে জাতি একজন আদর্শবান রাজনীতিবিদকে হারালো।
১১ই জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাসে ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
রেবেকা মমিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের খাদ্যমন্ত্রী আবুল মোমেনের সহধর্মিনী।
Leave a Reply