মফিজ উদ্দিন তালুকদার(ময়মনসিংহ)।। ময়মনসিংহ মহানগরের শম্ভুগঞ্জ মোড়ে ইসরাইলকে বয়কট করে বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের তাওহীদি জনতা। গত ১৪ই অক্টোবর শনিবার উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ফিলিস্তান মুসলমানদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় ফিলিস্তিনের নিরীহ জনগনের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান তারা।
ঐতিহাসিক শম্ভুগঞ্জ মোড় হতে শুরু করে সংক্ষিপ্ত সমাবেশ করে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোলচত্বর হালুয়াঘাট রোড হয়ে শম্ভুগঞ্জ পশ্চিম বাজার মসজিদের সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন অত্র অঞ্চলের উলামায়ে কেরাম।
এতে উপস্থিত ছিলেন, শম্ভুগঞ্জ পশ্চিম বাজার মসজিদের ইমাম ও খতীব, মুফতী আবুল হাসান, মুফতি ইসমাইল ইবরাহীম, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা যুবায়ের আহমাদ,মুফতি শহিদুল ইসলাম, মুফতী মুহিবুল্লাহ,মাওলানা এনামুল হক সহ অত্র অঞ্চলের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।
সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইজরায়েলী সকল পণ্য বয়কট করতে হবে ও শান্তিকামী নিরস্ত্র মানুষের ওপর হামলা বন্ধ করে তাদের নিরাপদ বসবাসের পরিবেশ সৃষ্টি করতে হবে।
Leave a Reply