1. admin@swadhinbanglarsongbad.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের নান্দাইলে আজিতা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে তারাকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত ময়মনসিংহের চূড়খাই অগ্রণী মডেল স্কুলের উদ্যোগে ম ময়মনসিংহের ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন তারাকান্দা থানার ওসি টিপু সুলতান তারাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার কবি আইরিন আক্তারের লেখা কবিতা”ভাল নেই তুমি “ চূড়খাই বাজার অগ্রণী মডেল স্কুলের সভাপতি শহিদুল্লাহ শহীদ এর জন্মদিন আজ আইনজীবী সাইফুল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানিয়েছেন এড.কামাল হোসেন খান

পূর্বধলায় আওয়ামীলীগের মনোনয়ন পেলেন ৫ বারের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

সেলিনা কবির।।
নেত্রকোনা-৫(পূর্বধলা)আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ৫ বারের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
এ আসনে ৩ বারের সংসদ সদস্য বীরপ্রতীক ওয়ারেসাত হোসেন বেলাল এবার দলীয় মনোনয়ন ফরমই কিনেননি।

আহমদ হোসেন মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীরা রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন।
আহমদ হোসেন তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন স্যার এ. এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগে ৩ বার সহসম্পাদক ও চলতি মেয়াদসহ ৫ বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।
দীর্ঘ দিন ধরেই তিনি নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দাবি করে আসছিলেন। তার স্ত্রী জাকিয়া পারভীন মনি একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।
অপরদিকে বর্তমান সংসদ সদস্য বীরপ্রতীক ওয়ারেসাত হোসেন বেলাল অসুস্থ থাকায় তিনি এবার মনোনয়ন চাননি। তবে তার সহোদর বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Swadhin Banglar Songbad
Theme Customized By Shakil IT Park