মুছে দেবো হৃদয় আরশি মহল
সুপ্রিয় শর্মা
স্পষ্ট হয়ে গেছে প্রেম!আমি চাই
তবু,থাকুক গোপন,এই হীমঋতু
শিমুলতুলার লেপের মধ্যে মুড়িয়ে
নেবো ভালবাসা।
আমিও ছুঁ’বনা,তুমিওনা-
উত্তেজনার নিঃশ্বাস বাস্পে ভিজলে-
প্রেমের অবয়ব; মুছে দেবো হৃদয়
আরশি মহল।
দেখবনা তবু প্রেমের স্বরুপতা
তুমি আমি দু’জনেই,লুকাবো
দুইজোড়া আখি দৈত্য
স্বলাজ চৈতন্য’র গৃহে যাবো
কারাবন্দী।
আমি চাই,ঢাকা পড়োক এইসময়
কুয়াশাহীম রাত,হেসে উঠুক ভোর
হরিদ্রা পতেঙ্গা ক্ষেতে স্বর্ণালী রোঁদ।
প্রেমহোক বারোমাসি উদ্যান
হেমন্ত,শীত কৃষাণী মাঠ
ভ্রমনে বেরোবো আমরা
দৈন্যতা’র পিঠে করে আরোহণ,
সংসার দিগন্তে।
Leave a Reply